নতুন ইতিহাস গড়লেন সারা টেলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫২ এএম, ১৮ মার্চ ২০২১
নতুন ইতিহাস গড়লেন সারা টেলর

ফাইল ফটো

নারীদের সামাজিক বার্তা দেওয়ার প্রয়োজনে নিজের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশ করতেও দ্বিধা করেননি ইংল্যান্ডের সাবেক তারকা নারী উইকেটকিপার সারা টেলর। বরাবরই তিনি নানা বিষয়ে নারীদের আইকন হয়েছেন। ইংলিশদের সাবেক এই ক্রিকেটার এবার গড়লেন আরেক ইতিহাস।

৩১ বছর বয়সী সারা টেলর সাসেক্সের ইংলিশ কাউন্টিতে যোগ দিয়েছেন কোচিং স্টাফ হিসাবে। সাসেক্সের উইকেটকিপার কোচ নিযুক্ত হয়েছেন তিনি। যা ইতিহাসে প্রথম, কোনো নারী ক্রিকেটার ইংল্যান্ডের কোনো পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হলেন।

টেলরের বরাত দিয়ে ডেইলি মেইলের এক সংবাদে জানানো হয়, সাসেক্সে প্রধান কোচ ইয়ান সলসবুরি ও জেমস কির্টলের সঙ্গে দায়িত্ব পালন করবেন টেলর।

ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলে ২২৬ ম্যাচে সাত সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৫৩৩ রান সংগ্রহ করা সারা টেলর বলেছেন, ‘আমি নিজের অভিজ্ঞতা সাসেক্সের উইকেটকিপারদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেটা যাতে ওরা ম্যাচে কাজে লাগাতে পারে।’

উইকেটের সামনে-পেছনে পারফরম্যান্সে দুর্দান্ত সারা দীর্ঘদিন মানসিক অবসাদের সঙ্গে লড়াই করে ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্রিকেটকে বিদায় জানান। অবসরের পর একটি স্কুল দলের কোচ হিসেবে কাজ করছিলেন তিনি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফেব্রুয়ারিতে সেরা অশ্বিন-ট্যামি

ফেব্রুয়ারিতে সেরা অশ্বিন-ট্যামি

শার্লট এডওয়ার্ডসের নতুন ইতিহাস রচনা

শার্লট এডওয়ার্ডসের নতুন ইতিহাস রচনা

প্রথমবারের মতো নারীদের দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস

প্রথমবারের মতো নারীদের দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ