নেই উইলিয়ামসন, ছিটকে গেলেন টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ এএম, ১৮ মার্চ ২০২১
নেই উইলিয়ামসন, ছিটকে গেলেন টেইলর

ফাইল ফটো

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে তাকে ছাড়াই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এবারে সেখানে থেকেও আরও একজন ছিটকে গেলেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলা হচ্ছে না রস টেইলরের।

হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে টেইলর ছিটকে গেছেন। তবে সিরিজের পরের দুই ওয়ানডে ম্যাচে তাকে দলের পাওয়ার আশায় আপাতত তিনি দলের সঙ্গেই থাকছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বুধবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানিয়েছে।

বলা হয়, গত ৭ মার্চ (রোববার) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন টেইলর।

টেইলরের চোট নিয়ে বলা হয়, সিরিজ শুরুর (বাংলাদেশের বিপক্ষে) ঠিক আগে টেইলরকে হারানো খুবই হতাশার। তবে চোট অল্প হওয়ায় আমরা আশাবাদী। খানিকটা বিশ্রাম ও পুনর্বাসনের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডের জন্য আমরা তাকে ফিট করে তুলতে পারব।

এদিকে, টেইলরের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান মার্ক চাপম্যান। তবে ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চাপম্যানের খেলার সম্ভাবনা কম। কারণ, টেইলরের জায়গায় একাদশে খেলতে পারেন উইল ইয়াং। যদিও সবকিছু নিউজিল্যান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না গ্র্যান্ডহোম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না গ্র্যান্ডহোম

রোমাঞ্চ ছড়ানো সিরিজে নিউজিল্যান্ডের জয়

রোমাঞ্চ ছড়ানো সিরিজে নিউজিল্যান্ডের জয়