ভেট্টরির টিপসে সম্ভাবনা দেখছেন মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৭ মার্চ ২০২১
ভেট্টরির টিপসে সম্ভাবনা দেখছেন মিরাজ

নিজেদের মধ্যে প্রথমবারের মতো একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের সফররত বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে বল হাতেও তিনি বসে থাকছেন না। নিউজিল্যান্ডের কন্ডিশনে সাফল্য পেতে ড্যানিয়েল ভেট্টরির পরামর্শ মতো প্রধান অস্ত্র বোলিং নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

মিরাজ জানান, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করার জন্য বেশ কিছু কৌশল শিখিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার ভেট্টরি। যেহেতু নিজ দেশের উইকেট সর্ম্পকে অনেক বেশি ধারণা রয়েছে তার। মিরাজ বিশ্বাস করেন, ম্যাচে যদি ভেট্টরির দেওয়া টিপস প্রয়োগ করতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

মঙ্গলবার (১৬ মার্চ) কুইন্সাটাউনে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ব্যাট হাতে ৫০ রান করার পর স্বেচ্ছা অবসরে যান মিরাজ। ম্যাচ শেষে কথা বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমি ভেট্টরির সাথে ‘বৈচিত্র্য’ নিয়ে কাজ করছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করার জন্য তিনি আমাকে বেশ কিছু টিপস দিয়েছে। তার পরামর্শ প্রস্তুতিমূলক ম্যাচে আমি প্রয়োগ করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘ভেট্টরি আমাকে বলেছেন, এখানে বৈচিত্র্যই প্রধান অস্ত্র। লাইন-লেন্থ বজায় রাখার পাশাপাশি বলের গতি বাড়াতে ও কমাতেও হবে। আমি আরও মনে করি, যদি আমি কোনো পরিবর্তন আনতে পারি এবং লাইন এবং লেন্থ বজায় রাখতে পারি তবে আমি কোনো উইকেট না পেলেও অন্ততপক্ষে রান আটকাতে পারবো। নিউজিল্যান্ডে একজন স্পিনারের জন্য রান আটকে রাখা অনেক বড় বিষয়।’

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান পেলেও উইকেট পাননি মিরাজ। দিনের আবহাওয়া নিয়ে মিরাজ বলেন, ‘সকালে আবহাওয়া মেঘলা ছিল, তাই পেসাররা কিছুটা সহায়তা পেয়েছে। আমাদের পেসাররা ভালো বোলিং করেছে এবং ভালো লাইন-লেন্থ বজায় রেখেছে। সঠিক লাইনে বল করে রুবেল ভাই চারটি উইকেট নিয়েছেন। সাইফউদ্দন ও শরিফুলও সঠিক লাইনে বল করেছেন। আমি ব্যক্তিগতভাবেও সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি।’

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন একাদশ। নাজমুল একাদশের হয়ে খেলেছেন মিরাজ। বলেন, ‘অনুশীলন ম্যাচ ভালো হয়েছে। আমরা গত সাত বা আট দিন ধরে অনুশীলনে রয়েছি এবং কোয়ারেন্টাইন চলাকালীন ছোট-ছোট গ্রুপে আমরা অনুশীলন করেছি।’

মিরাজ আরও বলেন, ‘এক সপ্তাহ পুরোপুরি অনুশীলন সেশনের পর, আমরা একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলি। সকলেই ম্যাচটি উপভোগ করে এবং আত্মবিশ্বাসী হয়েছি। বোলাররা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে, ব্যাটসম্যানরাও আত্মবিশ্বাসের সাথে ব্যাট করেছে। আমি মনে করি, এই প্রস্তুতিমূলক ম্যাচটি সিরিজের আগে আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমদের বিপক্ষে শান্তদের বড় জয়

তামিমদের বিপক্ষে শান্তদের বড় জয়

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

শ্রীলঙ্কা সিরিজে স্থানীয় স্পিন কোচই ভরসা

শ্রীলঙ্কা সিরিজে স্থানীয় স্পিন কোচই ভরসা

শেষ মেয়াদে ফিরতে পেরে খুশি ভেট্টরি

শেষ মেয়াদে ফিরতে পেরে খুশি ভেট্টরি