নিউজিল্যান্ডে প্রথমবারের মতো মঙ্গলবার (১৬ মার্চ) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না মোসাদ্দেক হোসেন সৈতকের। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার (১৫ মার্চ) স্পোর্টসমেইল২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজিল্যান্ডে নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে মঙ্গলবার প্রস্তুতি খেলবে বাংলাদেশ দল। সেই উপলক্ষে প্রত্যেক দলে ১২ জনকে রেখে দুটি দল ঘোষণা করা হয়েছে। সেখানে মোসাদ্দেক না থাকায় নিউজিল্যান্ডের ৫ জনকে নেওয়া হয়েছে।
প্রস্ততি ম্যাচে মোসাদ্দেক না থাকার বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘কুইন্সটাউনে অনুশীলনের প্রথম দিনেই হাঁটুর ইনজুরিতে পড়ে মোসাদ্দেক। সে জন্যই প্রথম প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হচ্ছে না।’
এদিকে, বিসিবির মিডিয়ায় গ্রুপে জানানো হয়, ‘কুইন্সটাউনে অনুশীলন চলাকালে ফিল্ডিং করার সময় মোসাদ্দেক হোসেন সৈকত হাঁটুতে আঘাত পান। পুরোপুরি সুস্থ হয়ে না উঠায় প্রস্তুতি ম্যাচে তার খেলা হচ্ছে না।’
প্রথম প্রস্ততি ম্যাচে দুই দলের নেতৃত্ব দিবেন তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত। তাদের নামে ‘তামিম একাদশ’ এবং ‘শান্ত একাদশ’ দলের নামকরণ করা হয়েছে।
তামিম একাদশ
তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের ২ জন।
শান্ত একাদশ
নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের ৩ জন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]