দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে না আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ১৬ মার্চ ২০২১
দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে না আয়ারল্যান্ড

বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ১৮ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে পরদিন দেশে ফেরার সূচি ছিল আয়ারল্যান্ড উলভসের। তবে সেটি আর হচ্ছে না। সফরে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেই বাংলাদেশ ছাড়বে আইরিশরা। যা এখন অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।

বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত হয়ে যেতে হবে আয়ারল্যান্ড উলভসকে। করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতকে ‘রেড লিস্টে’ অর্ন্তভুক্ত করেছে আয়ারল্যান্ড সরকার। ফলে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে অন্য কোন দেশ হয়ে ফিরতে চাইছে আইরিশরা।

এদিকে, কোয়ারেন্টাইন নিয়ে ১৯ মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে আয়ারল্যান্ড সরকার। বিদেশ ফেরতদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম নতুন করে চালু করেছে আইরিশ সরকার। ফলে ১৯ মার্চের আগেই দেশে ফিরতে চায় আয়ারল্যান্ড ক্রিকেট দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তনের কথা জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। দলটির হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ জানান, ‘এটা দুর্ভাগ্যের, একটি টি-টোয়েন্টি ছাড় দিতে হচ্ছে আমাদের। ক্যাটাগরি-২ ‘লাল তালিকা’ হয়ে যেসব যাত্রীরা দেশে ফিরবে, তাদের জন্য কোয়ারেন্টাইন বিধির মাত্রা বাড়িয়েছে আইরিশ কর্তৃপক্ষ।’

ইতোমধ্যে বাংলাদেশ ইমার্জিং দলের সাথে একটি আন-অফিশিয়াল টেস্ট, চারটি একদিনের ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড উলভস। প্রথম ম্যাচটি করোনা পরিস্থিতির কারণে পরিত্যক্ত হয়।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ড উলভসকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ইমার্জিং

আয়ারল্যান্ড উলভসকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ইমার্জিং

ব্যাটে-বলে দুর্দান্ত খেলে সিরিজ হার এড়ালো আফগান

ব্যাটে-বলে দুর্দান্ত খেলে সিরিজ হার এড়ালো আফগান

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?