নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে টাইগারদের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করা ড্যানিয়েল ভেট্টরির। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নতুন স্পিন কোচের সন্ধান করতে হবে। তবে শ্রীলঙ্কা সফরের আগে বিদেশি কাউকে খুঁজে পাওয়া সম্ভব না হওয়ায় স্থানীয় স্পিন কোচের উপরই ভরসা করছে বিসিবি।
বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশের সাথেই রয়েছেন ভেট্টরি। সীমিত ওভারের সিরিজে বাংলাদেশকে অনুশীলনে সহায়তা করবেন। তবে এ মুহূর্তে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না ভেট্টরি।’
‘এপ্রিলে নিউজিল্যান্ড থেকে ফেরার তিন থেকে চারদিন পরই শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সফরে আমরা স্থানীয় স্পিন বোলিং কোচকে প্রাধান্য দেব।’
ভেট্টরির সাথে চুক্তি মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘দেখা যাক কী ঘটে। করোনা পরিস্থিতির কারণে আমরা সমস্যায় আছি। ভেট্টরির সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ (গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত চুক্তি হয়েছিল।’
‘করোনার সময়ে নিউজিল্যান্ড থেকে আসা ও যাওয়ার মধ্যে বড় ধরনের সিস্টেমেটিক সমস্যা রয়েছে। তাই আপাতত আমরা তাকে (ভেট্টরি) নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না। ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে আমরা চিন্তা করবো। আপাতত, একজন স্থানীয় কোচ শ্রীলঙ্কা সফরে আমাদের স্পিন বিভাগকে দেখভাল করবেন।’
বিসিবির সাথে ভেট্টরির চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তির আওতায় নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন। বাংলাদেশের সাথে এটি ভেট্টরির তৃতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে ২০১৯ সালে ভারত সফরে ও গেল বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্ব পালন করেছেন ভেট্টরি।
ভেট্টরির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে বিসিবি জাতীয় দলের জন্য নতুন স্পিন কোচের সন্ধান শুরু করে। যদিও এত কম সময়ে টাইগারদের জন্য বিশ্বমানের কোচ খুঁজে পাওয়া বিসিবির পক্ষে সহজ কাজ হবে না বলে জানান আকরাম।
এদিকে, শ্রীলঙ্কা সিরিজের সবকিছু চূড়ান্ত হলেও কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে কথা হচ্ছে।
আকরাম বলেন, ‘সুবিধা বিবেচনা করে আমরা কলম্বোতে কোয়ারেন্টাইনে থাকতে চাই, কিন্তু তারা আমাদের শহরের বাইরে রাখতে চায়। আমরা আশা করি, দু’দিনের মধ্যে আমরা সিদ্বান্তে পৌঁছাতে পারবো।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তুভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি দু’বার স্থগিত হয়েছে। প্রথমদিকে, করোনার প্রাদুর্ভাবের কারনে এবং পরবর্তীতে কোয়ারেন্টাইন ইস্যুতে দু’বোর্ডের মধ্যে মত পার্থক্য থাকায়। আকরাম বলেন, ‘এটি নিশ্চিত হওয়া গেছে যে, এবার টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে। দু’টি টেস্টের ভেন্যু একই হবে।’