রোড সেফটিতে বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ এএম, ১২ মার্চ ২০২১
রোড সেফটিতে বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে হ্যাটট্রিক হারের স্বাদ পেল বাংলাদেশ লিজেন্ডস। বুধবার (১০ মার্চ) নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের বিপক্ষে ৪২ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচে ভারত ও ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে যথাক্রমে ১০ ও ৭ উইকেটে হেরেছে মোহাম্মদ রফিকের বাংলাদেশ লিজেন্ডস।

টুর্নামেন্টের দশম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করেন শ্রীলঙ্কা লিজেন্ডসরা। ব্যাট করতে নেমে উপুল থারাঙ্গা দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্ক।

ব্যাট হাতে ৪৭ বলে ১১ বাউন্ডারি আর ৫ ছক্কায় অপরাজিত ৯৯ রান করে থারাঙ্গা। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূরণ করতে থারাঙ্গার প্রয়োজন ছিল ২ রান। তবে অফসাইডে খেলে ১ রানের বেশি নিতে পারেননি। ফলে বল না থাকায় অপরজিত থেকেও মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন থারাঙ্গা।
sportsmail24
১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেটে ১৩৮ রানে। প্রথমবারের মতো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লে থেকে ৫৪ রান যোগ করেন ওপেনার মোহাম্মদ নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি।

ইনিংসের অষ্টম ওভারে ২৭ রান করা অপিকে ফিরিয়ে জুটি ভাঙেন তিলকারাত্নে দিলশান। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। তবে এরই মাঝে ফিফটি তুলে নেন নাজিমউদ্দিন। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছয়ে ৫৪ রান।

এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট ১টি করে চার-ছয়ের মারে ২২ বলে ২৮ রানে অপরাজিত থাকলেও জয়ের কাছেও যেতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২ রানের হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

রুমানা-রিতুর নৈপুণ্যে ফাইনালে সবুজ দল

রুমানা-রিতুর নৈপুণ্যে ফাইনালে সবুজ দল

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন