নিউজিল্যান্ডে নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলবন্দি কোয়ারেন্টাইন পালনকালে চারবার করোনা পরীক্ষা দিয়ে প্রতিবারই নেগেটিভ হয়েছেন তামিম-মুশফিকরা। যার ফলে বুধবার (১০ মার্চ) থেকে নিউজিল্যান্ডে অন্য সবার মতো বাংলাদেশ দলের ক্রিকেটাররাও মুক্ত।
কোয়ারেন্টাইন পালনকালে চারবারের প্রতিবারই কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসার পেছনে ক্রিকেটারদের সতর্কতার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার বিষয়টিও উঠে এসেছে। নিউজিল্যান্ডে যাওয়ার আগে টাইগার ক্রিকেটাররা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে গেছেন। যা সেখানকার সংবাদ মাধ্যমেও বেশ গুরুত্ব পেয়েছে।
ক্রাইস্টচার্চ ছাড়ার আগে বুধবার স্থানীয় সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানেও তামিমের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশ অধিনায়ক গৌবের সাথেই জানিয়ে দিয়েছেন দেশের অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করতেও তিনি ভুল করেননি।
তামিম বলেন, ‘এটাই ভবিষ্যৎ, আমার মনে হয়। কোনো একটা পর্যায়ে সবাইকেই নিতে (কোভিড-১৯ ভ্যাকসিন) হবে। দেশ হিসেবে আমাদের দেশ অসাধারণ কাজ করেছে। আমাদের প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা করেছেন। দারুণ কাজ করেছেন তিনি।’
তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা খুবই সৌভাগ্যবান। শুধু আমরা ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষও ভ্যাকসিন পাচ্ছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো, সবার জন্য ফ্রি। জাতি হিসেবে আমরা যা করেছি, বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত।’
বাংলাদেশ ক্রিকেট দলের এ দলনেতা মনে করেন, অন্যান্য বিভিন্ন বিষয়ের ন্যায় ভ্যাকসিন বিষয়েও বাংলাদেশকে অন্যান্য দেশ অনূসরণ করবে। বলেন, ‘আমি নিশ্চিত অন্যান্য দেশও এটা (ভ্যাকসিন) অনুসরণ করবে এবং আগে হোক বা পরে, সবাইকে নিতেই হবে। আমি নিজেও প্রথম ডোজ নিয়েছি। খারাপ লাগেনি, কোনো কিছু অনুভব করিনি। দারুণ ছিল সবকিছু।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]