নিউজিল্যান্ডে মুক্ত টাইগার ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ পিএম, ১০ মার্চ ২০২১
নিউজিল্যান্ডে মুক্ত টাইগার ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফরা এখন মুক্ত। ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন ছাড়াও চতুর্থ পরীক্ষায় সকলের কোভিড-১৯ নেগেটিভ ফল এসেছে। এর ফলে বাংলাদেশ দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদের নিউজিল্যান্ডে অবাধে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

হোলেটবন্দি থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করার আগে চতুর্থ করোনা পরীক্ষা দেয় বাংলাদেশ। বুধবার (১০ মার্চ) থেকে ক্রাইস্টচার্চে আইসোলেশন ও কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানিয়েছেন, ‘এখানে (নিউজিল্যান্ড) চতুর্থ পরীক্ষায় খেলোয়াড়, দলের সদস্য ও সাপোর্টিং স্টাফদের রিপোর্টে নেগেটিভ এসেছে। আইসোলেশন ও কোয়ারেন্টাইনে আমাদের সহযোগিতায় সংশ্লিষ্ট নিউজিল্যান্ড ম্যানেজমেন্টের উপর আমরা সন্তষ্ট। লিঙ্কনে আজই (মঙ্গলবার) শেষবারের মতো গ্রুপ অনশীলন করেছে দল।’

১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষে বুধবার স্থায়ীয় সময় দুপুুরের দিকে কুইন্স টাউনের উদ্দেশে ক্রাইস্টচার্চ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাঁচদিনের ক্যাম্প করবে এবং ক্যাম্প শেষে ১৬ মার্চ ডুনেডিন রওনা দিবেন টাইগাররা।

নিউজিল্যান্ডের নিয়মনুযায়ী, ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাইরে অবাধে চলাফেরা করা যাবে। যার ফলে এখন যেকোনো জায়গায় নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে বাংলাদেশ দলের সদস্যরা। নিজ দেশে জৈব-সুরক্ষা বলয়ে থাকলেও বাংলাদেশ দল এমন সুযোগ-সুবিধা পায় পায়নি।

ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে হ্যামিল্টনের সেডন পার্কে ২৮ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দু’টি টি-টোয়েন্টি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘদিন পর শেষবারের মতো ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

দীর্ঘদিন পর শেষবারের মতো ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ