দীর্ঘদিন পর শেষবারের মতো ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ এএম, ১০ মার্চ ২০২১
দীর্ঘদিন পর শেষবারের মতো ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

ফাইল ফটো

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশর ক্রিকেট দলের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। একই সাথে চতুর্থবারের মতো কোভিড-১৯ পরীক্ষায় সকলের নেগেটিভ ফল আসায় ক্রাইস্টচার্চে থেকে কুইন্সটাউনে চলে যাচ্ছে তামিম-মুশফিকরা। সেখানেই দীর্ঘদিন পর শেষবারের মতো স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরিকে পাচ্ছেন টাইগার স্পিনাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য কুইন্সটাউনে পাঁচদিনের শিবির করবে বাংলাদেশ। সেখানেই জাতীয় দলের সাথে যোগ দিবেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ১শ দিনের চুক্তি রয়েছে ভেট্টরির। যা এ সিরিজের পর শেষ হচ্ছে।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কাজ করেছিলেন স্পিন কিং ভেট্টরি। এরপর করোনার কারণে দীর্ঘদিন কোন সিরিজ খেলেনি বাংলাদেশ।

চলতি বছরের জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ থাকলেও নিজ দেশে করোনার কড়া প্রটোকলের কারণে টাইগারদের সাথে যোগ দিতে পারেননি ভেট্টরি। তবে বর্তমানে নিউজিল্যান্ড সফররত টাইগারদের সাথে যোগ দিয়ে মেয়াদ শেষ করার দারুণ সুযোগ পাচ্ছেন ভেট্টরি।

বাংলাদেশ দলের সাথে ভেট্টরির যোগ দেওয়ার প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কুইন্সটাউনে দলের সাথে যোগ দিবেন ভেট্টরি। সিরিজের আগে দলকে প্রস্তুত করতে সহায়তা করবেন তিনি।’

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এ সিরিজের পর ভেট্টরির সাথে চুক্তি নবায়ন করবে না বিসিবি। ইতিমধ্যে নতুন স্পিন কোচ খুঁজতে শুরু করেছে বোর্ড।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের