শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৮ মার্চ ২০২১
শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

ছবি : বিসিবি

সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রান তাড়া করতে নেমে মাহমুদুল হাসান জয়ের পর শামীম হোসেনের ঝড়ো ইনিংসে ভর করে ২ বল বাকি থাকতে ৪ ইউকেটে জয় তুলে নেন বাংলাদেশ। শামীম ৩৯ বলে অপরাজিত ৫৩ রান করেন।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের রুহান প্রিটোরিয়াসের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ হওয়ায় ৩০ ওভার পরই ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল

রোববার (৭ মার্চ) দ্বিতীয় ম্যাচের আগে প্রিটোরিয়াসের ও দু’দলের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। ফলে প্রিটোরিয়াসকে নিয়েই একাদশ সাজায় আয়ারল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ।

টস হেরে আয়ারল্যান্ডের পক্ষে ইনিংস শুরু করেন জেমস ম্যাককোলাম ও প্রিটোরিয়াস। ম্যাককোলাম ৪১ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন প্রিটোরিয়াস। এরপর নিজের ইনিংস আরও বড় করছিলেন প্রিটোরিয়াস। তবে ব্যক্তিগত ৯০ রানে থামতে হয় তাকে। ১২৫ বলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
sportsmail24
মিডল-অর্ডারে স্টিফেন ডোনি ৩৭, অধিনায়ক হ্যারি টেক্টর ৩১, শেন গেটকাটে ২৯ ও গ্যারেথ ডিলানি ১৮ রান করে। এতে ৭ উইকেটে ২৬৩ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের সুমন খান ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।

২৬৪ রানের জবাবে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার অধিনায়ক সাইফ হাসান ও তানজীদ হাসান। তবে দলীয় ৪৪ রানে আউট হন তানজীদ। ১৭ রান করেন তিনি। পরবর্তীতে ৩৬ রানে ফিরেন সাইফ।

তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলি। ইয়াসির ৩১ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়। ৯৫ বলে ৫টি চারে ৬৬ রান করেন তিনি।

ইয়াসিরের মতো ৩১ রান করেছেন তৌহিদ হৃদয়ও। উইকেটরক্ষক আকবর আলী খালি হাতে ফিরলে ম্যাচ নিয়ে বেকাদায় পড়ে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৪১ রানের প্রয়োজন পড়ে স্বাগতিকদের। তখন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে ছিলেন শামীম। ২৪ বলে ২৩ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি।

শেষ দিকে ঝড়ো গতিতে রান তুলে শেষ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম। ৩৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ম্যাচ জয়ী ইনিংসটি সাজান তিনি। ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ‘এ’ : ২৬৩/৭, ৫০ ওভার (প্রিটোরিয়াস ৯০, ম্যাককোলাম ৪১, রাকিবুল ২/৩৯)
বাংলাদেশ ইমার্জিং দল : ২৬৪/৬, ৪৯.৪ ওভার (মাহমুদুল হাসান জয় ৬৬, শামীম হোসেন ৫৩*, হোয়াইট ২/৪৫)।

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : শামীম হোসেন (বাংলাদেশ)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

১৪ বছর পর আয়ারল্যান্ডে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

১৪ বছর পর আয়ারল্যান্ডে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’

‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’