‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ পিএম, ০৭ মার্চ ২০২১
‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’

ছবি : বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট। টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের অনেক উঠতি ক্রিকেটার। ফলে এ ইভেন্ট থেকে ভালো নারী ক্রিকেটার উঠে আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা মনে করেন, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এ ইভেন্ট থেকে ভালো মানের নারী ক্রিকেটার তৈরি করবে, যারা আগামীতে জাতীয় দলকে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, ‘২০১৮ সালে যুব গেমসে যারা ভালো করেছিল আজ তারা জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে। একইভাবে আজকের এ টুর্নামেন্টে যারা ভালো করবে তারা আগামীতে দেশের প্রতিনিধিত্ব করবে।’

শাহেদ রেজা বলেন, ‘নেপালে সাউথ এশিয়ান গেমসে এতগুলো মেডেল অর্জন যুব গেমসের সুফল। আগে কখনো এমন সাফল্য পায়নি বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নতি করবে।’

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ গেমস বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে। রেজা বলেন, ‘দেশের সবগুলো অঞ্চলে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এ উদ্যোগ। সেই লক্ষ্যে বিভিন্ন ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

১ এপ্রিল থেকে বাংলাদেশ গেমস শুরু হওয়ার কথা থাকলেও সামনে মেয়েদের আন্তর্জাতিক খেলা থাকায় আজ থেকে এ ইভেন্ট শুরু হয়েছে। বিওএ সহ-সভাপতি বশির আল মামুন বলেন, ‘নারী টিমের সামনে আন্তর্জাতিক সূচি রয়েছে, তাই ২০ ওভারের এ টুর্নামেন্টকে ৫০ ওভার ফরম্যাটে নেওয়া হয়েছে। যাতে তারা নিজেদের প্রস্তুত করে নিতে পারে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃষ্ণার ৬ উইকেট, সালমাদের বড় জয়

তৃষ্ণার ৬ উইকেট, সালমাদের বড় জয়

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তিন নারী দল

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তিন নারী দল

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা