চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলা আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সফররত আয়ারল্যান্ডের এক ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩ মার্চ) বাংলাদেশ সফরে থাকা আয়ারল্যান্ড ‘এ’ দলের সকলের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। আজ শুক্রবার খেলা শুরু হওয়ার পর পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ায় জানা যায় আয়ারল্যান্ডের পেসার রুহান প্রিটোরিয়াস করোনা পজেটিভ।
রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে রুহান প্রিটোরিয়াসকে মাঠ থেকে সরিয়ে আলাদাভাবে আইসেলোশেনে রাখা হয়েছে। একই সাথে আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
চট্টগ্রামে আয়ারল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। যার প্রথম ম্যাচটি আজ মাঠে গড়িয়েছিল।
টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। বাংলাদেশ ব্যাট করার ইনিংসের ৩০তম ওভারে আসে এ দুঃসংবাদটি। এ সময় বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহে ছিল ৪ উইকেটে ১২২ রান।
খেলা দেখতে মাঠেই ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘খেলা বন্ধ। আয়ারল্যান্ডের একজন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। ম্যাচে খেলছিল সেই ক্রিকেটার। এখন খেলা বন্ধ। এ ম্যাচ আর হচ্ছে না।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]