ভূমিকম্পে ক্রাইস্টচার্চ সুনামির শঙ্কা নেই, অনুশীলন করেছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ পিএম, ০৫ মার্চ ২০২১
ভূমিকম্পে ক্রাইস্টচার্চ সুনামির শঙ্কা নেই, অনুশীলন করেছে বাংলাদেশ

নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও বাংলাদেশ ক্রিকেট দল সফরে থাকা ক্রাইস্টচার্চে কোন সমস্যা নেই। বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় দিনের মতো মাঠের অনুশীলন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘আজকের নিউজিল্যান্ড সময়ের মধ্যরাত ২টা ২৭ মিনিটে উত্তর নিউজিল্যান্ডে যেটা ক্রাইস্টচার্চে থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার দূরে, সেখানে একটা ভূমিকম্প হয়েছে। তাও আবার সমুদ্রের গভীরে। সেখান থেকে একটা সুনামি হওয়া আশঙ্কা ছিল, সেসব জায়গায়।’

জালাল ইউনুস, ‘এসব ছিল আসলে উত্তর অঞ্চলে। কিছু নিদির্ষ্ট এরিয়াতে। তার ইম্পেক্ট আমরা যারা ক্রাইস্টচার্চে আছি বা নিউজিল্যান্ডের বাকি শহরগুলোতেও এটার কোন ইমপ্যাক্ট ছিল না। আলহামদুলিল্লাহ, ক্রাইস্টচার্চে আমরা সবাই (বাংলোদেশ দল) ভালো আছি এবং সুস্থ আছি, নিরাপদে আছি। সুনামির ইমপ্যাক্ট আসলে আমাদের এখানে (ক্রাইস্টচার্চ) পরেনি।’

‘আমাদের রুটিন যেভাবে ছিল, আমাদের অনুশীলনের; সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আজকেও (শুক্রবার) ছেলেরা চারটি দল করে প্র্যাকটিস করেছে, জিম করেছে; আমাদের কাজ অব্যাহত থাকবে।’

সকল বিষয়ে নিউজিল্যান্ডের সরকার এবং ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের সরকার এবং ক্রিকেট বোর্ডের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে। তাদের কাছ থেকে এ বিষয়ে আমরা কোনো সতকর্তা পাইনি। তারা এটা নিয়ে আমাদের চিন্তা করতে মানা করেছে। বলেছে, সবকিছু নিরাপদ আছে। শুধুমাত্র সেই অঞ্চলটাকে তারা এলার্ট রেখেছে, তাও আবার সেই জায়টা আস্তে আস্তে নরমাল হয়ে আসছে। আমাদের যেভাবে সিডিউল আছে আমরা সেভাবেই আমাদের কাজ (অনুশীলন) চালিয়ে যাব।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে (শুক্রবার) দেশটির উত্তর অংশে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব সমীক্ষা (ইউএসজিএস) অনুযায়ী দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শহর গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টির ব্যাপারে সতর্কবার্তা রয়েছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

লক্ষ্য শ্রীলঙ্কা টেস্ট, মিরপুরে একক অনুশীলনে মমিনুল

লক্ষ্য শ্রীলঙ্কা টেস্ট, মিরপুরে একক অনুশীলনে মমিনুল

শেষ হচ্ছে ভেট্টোরির অধ্যায়, বিকল্প খুঁজবে বিসিবি

শেষ হচ্ছে ভেট্টোরির অধ্যায়, বিকল্প খুঁজবে বিসিবি

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের