তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ার এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। ফলে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার নজির গড়েন পোলার্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এ তালিকায় নাম তুলেছিলেন মাত্র দুইজন। দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস ও ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগ স্পিনার ডানে ফল বাঞ্জের এক ওভারে ছয় ছক্কার হাঁকিয়েছিলেন গিবস।
একই বছরে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা হাঁকান যুবরাজ। গিবস ও যুবরাজের কীর্তি ছিল বিশ্বকাপের মঞ্চে। আর এবার দ্বিপাক্ষীক সিরিজে এক ওভারে ছয় ছক্কার নজির গড়লেন পোলার্ড।
আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত এ কীর্তি গড়ায় পোলার্ডকে স্বাগত জানাতে ভুল করেননি গিবস ও যুবরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দু’জনেই পোলার্ডকে নিজেদের ক্লাবে স্বাগতম জানিয়েছেন।
টুইটারে গিবস লিখেন, ‘ক্রমঅনুসারে ১, ২, ৩। আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি ছয় হাঁকানো প্রথম তিন ব্যাটসম্যানই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করছে। পোলার্ড তোমাকে স্বাগতম।’
1.2.3 @mumbaiindians representing first 3 to hit 6x6s in international cricket. Welcome @kieron.pollard55 #6x6 #goinggoinggone #yuvrajsingh #kieronpollard #mumbaiindians https://t.co/FVBr6Rq60q
— Herschelle Gibbs (@hershybru) March 4, 2021
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন গিবস, যুবরাজ ও পোলার্ড। টুইটারে যুবরাজ লিখেন, ‘কাইরন পোলার্ড ছয় ছক্কার ক্লাবে তোমাকে স্বাগতম। তুমি অসাধারণ।’
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন পোলার্ড। প্রথম ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স।
Welcome to the club @KieronPollard55 #sixsixes you beauty !!!
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 4, 2021
এরপর ভারতের সাবেক অলরাউন্ডার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী (প্রথম শ্রেণির ক্রিকেট), গিবস, যুবরাজ, ইংল্যান্ডের রস হোয়াইটলি (ঘরোয়া টি-টোয়েন্টি), আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই (ঘরোয়া টি-টোয়েন্টি), নিউজিল্যান্ডের লিও কার্টার (ঘরোয়া টি-টোয়েন্টি) ও এবার পোলার্ড।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]