শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক। নিউজিল্যান্ড সিরিজ শেষে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কেবলমাত্র লঙ্গার ভার্সনে খেলা মমিনুল মঙ্গলবার শেরে-বাংলায় জিম করা ছাড়াও ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন।
তিন ম্যাচের করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে। সফরে থাকা টাইগার ক্রিকেটারদের সাথে কোচিং স্টাফও সেখানে রয়েছেন। ফলে বাধ্য হয়ে একাই অনুশীলন করেছেন মমিনুল।
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে এখনো দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি মমিনুল হক। ফলে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজটি মমিনুলের জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মমিনুলের অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি টেস্ট হেরেছে এবং জিতেছে মাত্র একটি, তাও দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে।
সম্প্রতি নিজ মাঠে সফরকারী দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এমন পরাজয়ের পর ব্যাট হাতে নিজে সফল হলেও অধিনায়ক হিসেবে মমিনুল ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
অনুশীলন নিয়ে মমিনুল হক বলেছেন, যেহেতু আগামী মাসে আমাদের শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ রয়েছে। তাই আমি কেবলমাত্র নিজের অনুশীলন শুরু করেছি। আমি কেবলমাত্র এক ফর্মেটে খেলছি। যেহেতু আমার ফিটনেস ও আরও কিছু বিষয়ে শঙ্কা আছে। তাই মনে করছি, আমাকে আরও সতর্ক হতে হবে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]