সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানির কথা বলার মধ্যে দু’টি বিষয় ছিল ভারত সংশ্লিষ্ট। একটি- ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে চলতি বছর এশিয়া কাপ হবে না। অন্যটি- টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এখনই পাকিস্তানের ক্রিকেটার ও সংশ্লিষ্টদের জন্য ভারতে ভিসার নিশ্চয়তা।
এহমান মানির এমন বক্তব্য ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ না হওয়া এবং বিশ্বকাপের সরিয়ে বা এখনই ভিসা নিশ্চয়তার বিষয়ে পিসিবি প্রেসিডেন্টের মন্তব্যের জবাব দিয়েছে বিসিসিআই।
বিসিসিআই-এর এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মানির বক্তব্যে খুবই বিস্মিত হয়েছি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আইসিসিরি সভায় তিনি দুই পক্ষের কাজ করে যাওয়ার কথা বলেছেন। তিনি (মানি) ভদ্র মানুষ। করোনা সঙ্কটের সময় শশাঙ্ক মনোহর এবং এহসান মানি মিলে সৌরভকে নানা বিষয়ে সহায়তাও করেছেন। তারপরও মানির মুখ থেকে এমন কথা অপরিণত শুনিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানির কথা শুনে মনে হয়েছে, তিনি তার দলকে টুর্নামেন্টে থেকে বের করে নেওয়ার উপায় খুঁজছেন। তারা এটাকে রাজনৈতিক বিষয়ে পরিণত করতে চাইলে করতে পারে, এটা তাদের ইচ্ছা। তবে তাদের জানা দরকার যে, একটি দেশের ক্রিকেট বোর্ড কোন একটা বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই নিশ্চয়তা দিয়ে দিতে পারে না।’
এদিকে, মানির ওই সংবাদ সম্মেলনের পর বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললে চলতি বছর সত্যিই এশিয়া কাপ হচ্ছে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এখনো এমন কোন সিদ্ধান্ত হয়নি।
বিসিবির সিইও বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট (দ্বিতীয়) এখনো চূড়ান্ত হয়নি। একটা টেস্ট সিরিজ চলছে, তার উপর মূলত নির্ভর করছে যে কারা ফাইনালে খেলবে। ফলে এশিয়া কাপের স্লটটা এই মুহূর্তে যেভাবে আছে, সেখানে কোনো পরিবর্তন আসেনি।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]