ঘরবন্দি তামিম তাকিয়ে আছেন মাঠের দিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ এএম, ০২ মার্চ ২০২১
ঘরবন্দি তামিম তাকিয়ে আছেন মাঠের দিকে

করোনা পরবর্তী প্রথমবারের মতো দেশের বাইরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন পালন করছেন তামিম ইকবালরা। যেখানে দিনের সাড়ে ২৩ ঘণ্টাই থাকতে হচ্ছে ঘরবন্দি। তবে আশার কথা হলো, আর মাত্র একদিন পর, অর্থাৎ বুধবার (৩ মার্চ) থেকে মাঠের প্র্যাকটিসে ফিরতে পারবেন তারা। ঘরবন্দি থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল মূলত সে দিকেই তাকিয়ে রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে পৌঁছে ক্রাইস্টচার্চের শ্যাডো বাই পার্ক হোটেলে কোয়ারেন্টাইন পালন করছে। যেখানে প্রথম তিনদিন ঘর থেকে বের হতে পারেননি তামিম-মিরাজরা। তিনদিন পর ঘরের বাইরে বের হতে পেরেছেন, তাও আবার মাত্র আধাঘণ্টার জন্য।

সোমবার (১ মার্চ) ছিল বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইন পালনের ষষ্ঠ দিন। নিয়ম অনুযায়ী সপ্তমদিনে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এলে তামিম-মুশফিকরা মুক্ত আকাশে ছোট ছোট গ্রুপ আকারে অনুশীলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেদিকে তাকিয়ে রয়েছেন।

বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, ‌‘কালকে (২ মার্চ, মঙ্গলবার) যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে আমরা পরসু দিন (বুধবার) থেকে জিম ব্যবহার করতে পারবো। এখানে দুইটা জিম আছে, যেখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে ব্যবহার করতে পারবো।’

তিনি বলেন, ‘এছাড়া যদি সব ঠিকঠাক থাকে তাহলে ৮ নম্বর দিন (বুধবার) থেকে ছোট ছোট গ্রুপে প্র্যাকটিসের জন্য অনুমতি দেওয়া হবে। যেখানে আমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করতে পারবো। আমি এটার দিকেই তাকিয়ে আছি। অনেক দিন হয়ে গেল, এগুলো (অনুশীলন) যখনই শুরু হবে তখনই আশা করি আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটে ফিরে আসবে।’

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় বায়ো-সুরক্ষা পরিবেশে থেকেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম কোয়ারেন্টাইন। হোটেল বন্দি জীবনের অনুভূতি প্রসঙ্গে তামিম বলেন, ‘কেমন লাগছে এটা... (হাসি), ঠিক আছি। এটা তো এখন আসলে মেনে নিতে হবে। যেখানেই যাব সেখানেই এ নিয়ম-কানুন থাকবে। ঠিক আছে, ওত খারাপ না।’

কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম এক-দুইটা সেশন একটু ডিফিকাল্ট হবে। যেহেতু খুব মিনিমাম মুভমেন্ট ছিল (কোয়ারেন্টাইন) আমাদের। তো, এক-দুইটা সেশনের পর আমার মনে হয় ঠিক হয়ে যাবে। পরশু দিন থেকে যখন জিম করা শুরু করলে বডিটা ইউজডটু হওয়া শুরু হবে। ইনশাআল্লাহ, সমস্যা হবে না।’

শুধুমাত্র করোনা পরবর্তী নয়, নিজের অধিনায়কত্বে তামিম ইকবালের এটাই প্রথম বিদেশ সফর। সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমার এটা প্রথম বিদেশ সফর, অধিনায়ক হিসাবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে আমাদের যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা দল হিসাবে তৈরি হতে পারবো।’

‘সত্যি কথা আমি যা অনুভব করি, দলের সবার সাথে কথা বলে যা অনুভব করেছি, সবাই ভালো করতে চায়। আমরা আশাবাদী ইনশা আল্লাহ, দেখা যাক। যেটা আমি সবসময়ই বলি, বাংলাদেশ দলের ওই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করি, সবাই যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, সবাই একসাথে ভালো পারফর্ম করি, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাইই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

বল হাতে দুর্দান্ত তানভীর, ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়

বল হাতে দুর্দান্ত তানভীর, ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে উইন্ডিজের তারকাবহুল দল, ফিরলেন গেইল

শ্রীলঙ্কার বিপক্ষে উইন্ডিজের তারকাবহুল দল, ফিরলেন গেইল