এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ০২ মার্চ ২০২১
এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

চলতি বছরের এশিয়া কাপের সূচি যেমনটা ছিল, এখন পর্যন্ত ঠিক তেমনটাই আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচের ফলের উপর নির্ভর করছে এশিয়া কাপের ভাগ্য।

স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচে নির্ধারিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট। ম্যাচটিতে জয় বা ড্র করলেই নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। ভারত যদি চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে, তাহলে চলতি বছর এশিয়া কাপ অনিশ্চিত।

তবে এখনও এশিয়া কাপের সূচিতে কোন পরিবর্তন হয়নি। সোমবার (১ মার্চ) বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‌‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট (দ্বিতীয়) এখনো চূড়ান্ত হয়নি। একটা টেস্ট সিরিজ চলছে, তার উপর মূলত নির্ভর করছে যে কারা ফাইনালে খেলবে। ফলে এশিয়া কাপের স্লটটা এই ‍মুহূর্তে যেভাবে আছে, সেখানে কোনো পরিবর্তন আসেনি।’

এফটিপি সূচি অনুযায়ী চলতি বছরের ১ জুন শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপের আসর। তবে ভারত টেস্ট চ্যাম্পীয়নশীপের ফাইনাল খেললে আবারও স্থগিত হতে পারে এশিয়া কাপ। এর আগে ২০২০ সালে পাকিস্তানে সূচি থাকা এশিয়া কাপ করোনার কারণে স্থগিত হয়েছিল

চার ম্যাচ সিরিজের ইংল্যান্ড ও ভারতের মধ্যকার শেষ টেস্ট ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (৪ মার্চ)। ওই ম্যাচে ভারত জয় বা ড্র করতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করবে। তবে ইংল্যান্ড জয়ী হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

এদিকে সূচি অনুযায়ী চলতি বছর ১০ জুন প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইপিএলের কারণে তা আটদিন পিছিয়ে ১৮ জুন করা হয়েছে। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম পাল্টাচ্ছে আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম পাল্টাচ্ছে আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে