বিতর্কিত উইকেটের কিউরেটরকে খুঁজছেন লিঁও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ০২ মার্চ ২০২১
বিতর্কিত উইকেটের কিউরেটরকে খুঁজছেন লিঁও

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ডের মধ্যেকার সিরিজের তৃতীয় টেস্টের নিষ্পত্তি হতে ৮৪২ বল লেগেছিল। যা ৮৫ বছরের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী ম্যাচের রেকর্ড গড়েছে।

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যাচটি এ নিয়ে এখনও আলোচনা চলছে। এবার সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। তবে আহমেদাবাদের উইকেট নিয়ে সমালোচনা না করে, ওই ম্যাচের কিউরেটরকে সিডনিতে চান তিনি।

উইকেট দেখে এতটাই মুগ্ধ লিঁও, ওই পিচের প্রস্তুতকারককে খুঁজছেন। নিজের শহর সিডনিতে কিউরেটরকে নিয়ে যাওয়ার কথাও বললেন লিঁও। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে লিঁও বলেন, ‘আমি সারা রাত জেগে ছিলাম ম্যাচটা দেখার জন্য। দারুণ ম্যাচ ছিল। ঐ উইকেটের প্রস্তুতকারককে সিডনিতে আনার কথা ভাবছি আমি।’

ম্যাচে পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দু’দলের স্পিনাররা। ভারতের তিন স্পিনার বাঁ-হাতি অক্ষর প্যাটেল ১১টি, রবীচন্দ্রন অশ্বিন ৭টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত নেন ১টি উইকেট। অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও আর্চার ১টি উইকেট নেন।

ওই পরিসংখ্যানকে মনে করিয়ে দিয়ে লিঁও বলেন, ‘সবুজ পিচের সুবিধা নিয়ে পেসাররা কতবার যে প্রতিপক্ষকে ৪৭, ৬০ বা ১শ রানের নিচে অলআউট করেছে, সেটি খতিয়ে দেখলে বুঝা যাবে। কিন্তু তখন কোনও প্রশ্ন ওঠেনি। আর স্পিন পিচে বল ঘুরলে খেলতে না পারলেই কান্নাকাটি শুরু হয়ে যায়। তর্ক-বিতর্ক জমে যায়। এটি খুবই বেমানান। আমি ওই উইকেটের কিউরেটরকে ধন্যবাদ দিতে চাই।’

সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংসে ইংল্যান্ডের রান ছিল যথাক্রমে ১১২ ও ৮১। আর প্রথম ইনিংসে ১৪৫ রান করে ভারত। ৪৯ রানের জয়ের টার্গেট বিনা উইকেটে স্পর্শ করেছে টিম ইন্ডিয়া। ১০ উইকেটের জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘কোহলির মন্তব্য মাঠকর্মীদের মতো’

‘কোহলির মন্তব্য মাঠকর্মীদের মতো’

গোলাপি বলের ভেলকি, নরেন্দ্র মোদিতে ভারতের জয়

গোলাপি বলের ভেলকি, নরেন্দ্র মোদিতে ভারতের জয়

৮৫ বছরের মধ্যে স্বল্পস্থায়ী টেস্ট, তবুও উইকেটের পক্ষে কোহলি

৮৫ বছরের মধ্যে স্বল্পস্থায়ী টেস্ট, তবুও উইকেটের পক্ষে কোহলি

স্টেডিয়াম উদ্বোধনের দিনে মন খারাপ ছিল গাঙ্গুলির

স্টেডিয়াম উদ্বোধনের দিনে মন খারাপ ছিল গাঙ্গুলির