আহমেদাবাদ টেস্ট মাত্র ১২ ঘণ্টায় শেষ হওয়ার পর চারদিকে যখন বিতর্ক শুরু হয়েছে, ঠিক তখন উইকেটের পক্ষে সাফাই গাইছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে কোহলির এমন বক্তব্যে ক্ষেপেছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়রা। কোহলিকে এক হাত নিলেন ইংলিশদের সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রস। তার মতে, ‘উইকেট নিয়ে কোহলির মন্তব্য মাঠকর্মীদের মতো।’
গোলাপি বলের টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে ম্যাচ শেষ হওয়ার পর কোহলি বলেছিলেন, ‘এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে। আমার মনে হয়েছে বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। মাঝে-মধ্যে দুই-একটা বল টার্ন করেছে। তবে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। বোলাররা ভালো করেছে, তাই দ্রুতই ম্যাচ শেষ হয়েছে। ২১টা উইকেট পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানদের স্পিন খেলার মানসিকতার অভাব ছিল।’
কোহলির এমন বক্তব্যে ক্ষেপেছেন ইংলিশদের সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রস। বলেছেন, ‘উইকেট নিয়ে কোহলির মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন মাঠকর্মীদের মতো কথা বলছেন।’
উইকেট কতটা খারাপ ছিল তা বোঝাতে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুটের উদাহরণ টেনে আনেন স্ট্রস। বলেন, ‘জো রুটের ব্যাটিংয়ের দিকে দেখুন। আমরা সবাই জানি, সে স্পিন কতটা ভালো খেলতে পারে। দারুণ ছন্দেও রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে সে পুরোই ব্যর্থ। মাত্র ১৯ রান করলো। এরপর দু’দলই প্রথম ইনিংসে খুবই অল্প রানে অলআউট হয়েছে। এক ইনিংসে এক দল খারাপ খেলতে পারে, তবে দু’দলের একত্রে খারাপ করা বুঝিয়ে দিচ্ছে, উইকেট কেমন ছিল।’
তৃতীয় টেস্টের ইতিহাস ভুলে শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে উঠার প্রয়োজন বলে জানান স্ট্রস। বলেন, ‘সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইংল্যান্ড। তেমন কিছু করতে পারলে, শেষ টেস্টে ইংল্যান্ডের পক্ষেই ফল আসবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার আশা শেষ ইংল্যান্ডের, তবে সিরিজ হার এড়ানোর ভালো সুযোগ থাকছে। সেই সুযোগই কাজে লাগাতে হবে।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]