পরবর্তী টুর্নামেন্টের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ পিএম, ১২ মার্চ ২০১৮
পরবর্তী টুর্নামেন্টের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ

কোচ ছাড়াই দেশের মাটিতে ত্রিদেশীয়, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের খেলেছ বাংলাদেশ। এখনও শ্রীলঙ্কা নিদহাস ট্রফি খেলছে কোচ ছাড়াই।

নিদাহাস ট্রফি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশই আপাতত প্রধান কোচের দায়িত্ব দেয়া হলেও প্রধান কোচের দায়িত্বে নেই কেউ। তবে আশার কথা হলো শ্রীরঙ্কায় ত্রিদেশীয় সিরিজ শেষে প্রধান কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। বিসিবি সভাপতি জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজ শেষ হলেই প্রধান কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সিরিজের আগে তাড়াহুড়া করে কোচ নিতে চায়নি বাংলাদেশ। সঠিক সিদ্ধান্ত নিতে একটু বাড়তি সময় নিতে চেয়েছে বোর্ড। পেছাতে পেছাতে নিদাহাস ট্রফিও কোচ ছাড়া খেলছে বাংলাদেশ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান রোববার জানিয়েছেন, কোচ ছাড়া আর কোনো সিরিজ খেলবে না বাংলাদেশ। এপ্রিলেই দলের দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হবে উপযুক্ত ব্যক্তির কাঁধে।

তিনি বলেন, এই সিরিজটা (নিদহাস ট্রফি) শেষের পর চূড়ান্ত করব। ওদের (সম্ভাব্য কোচ) সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আমরা তো এখানেই সবাই। এখানে কথা বলে তো লাভ হবে না। দুই তিনজনকে ডাকব। আশা করি এ মাসের মধ্যে চূড়ান্ত করে ফেলব।

বোলিং কোচ কোর্টনি ওয়ালশই সম্পর্কে তিনি বলেন, তিনি বোলিং কোচ, তার কাছে আমরা খুব ভালো ব্যাটিং পরামর্শ আশা করতে পারি না।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

চান্দিমাল নিষিদ্ধ, রিয়াদের জরিমানা

চান্দিমাল নিষিদ্ধ, রিয়াদের জরিমানা

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

সুপার সিক্সে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ, আশায় আফগানিস্তান

সুপার সিক্সে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ, আশায় আফগানিস্তান