নিউজিল্যান্ডে প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১
নিউজিল্যান্ডে প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ

ছবি : সৌম্য সরকারের ফেসবুক পেজ থেকে নেওয়া

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যের প্রাথমিক পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছার পর বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তামিম-মুশফিকদের প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় ১৫ ঘণ্টার যাত্রা শেষে বুধবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছে টাইগাররা।

ক্রাইস্টাচার্চেই ৭ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের। কোয়ারেন্টাইনে থেকেই তিনবার পরীক্ষা দিতে হবে তাদের। সেখানেই প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ স্পোর্টসমেইল২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌‘বৃহস্পতিবার সফরে থাকা সকলের করোনা নমুনা নেওয়া হয়েছিল। শুক্রবার প্রথম পর্যায়ের করোনা নমুনার পরীক্ষায় রেজাল্ট দেওয়া হয়েছে। সবাই নেগেটিভ।’

কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে তামিম-মাহমুদউল্লাহদের। এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরলো আকবররা

প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরলো আকবররা

গোলাপি বলের ভেলকি, নরেন্দ্র মোদিতে ভারতের জয়

গোলাপি বলের ভেলকি, নরেন্দ্র মোদিতে ভারতের জয়

পিসিবির ‘সি’ ক্যাটাগরির প্রস্তাবে হাফিজের প্রত্যাখ্যান

পিসিবির ‘সি’ ক্যাটাগরির প্রস্তাবে হাফিজের প্রত্যাখ্যান

গ্রায়েম পোলককে পিছনে ফেলে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

গ্রায়েম পোলককে পিছনে ফেলে রেকর্ড বইয়ে পৃথ্বী শ