প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরলো আকবররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১
প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরলো আকবররা

ফাইল ফটো

চারদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইর্মাজিং দল ও আয়ারল্যান্ড উলভস। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ ম্যাচ। এর মধ্যে দিয়ে করোনা পরবর্তী প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরলো বাংলাদেশ ইর্মাজিং দল।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড উলভস। ফলে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ ইমার্জিং দল।

অনূর্ধ্ব-১৯ দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে ইর্মাজিং স্কোয়াড। যারা গত বছর ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে

বাংলাদেশ ইর্মাজিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচ শেষ পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস।

ওয়ানডে সিরিজ প্রথম তিন ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৭ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এরপর শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ মার্চ। একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজ।

গত সপ্তাহে ঢাকায় পা রেখেছে আয়ারল্যান্ড উলভস। এরপর ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি কঠোর কোয়ারেন্টাইনে ছিল তারা। সফর শেষে ১৯ মার্চ দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘এটি আমাদের জন্য দারুণ সুযোগ’

‘এটি আমাদের জন্য দারুণ সুযোগ’

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

এখন আরও বেশি দায়িত্বশীল হতে হবে : আকবর আলী

এখন আরও বেশি দায়িত্বশীল হতে হবে : আকবর আলী

রুটের ঘূর্ণিতে এত জাদু, আগে দেখেনি ক্রিকেট বিশ্ব

রুটের ঘূর্ণিতে এত জাদু, আগে দেখেনি ক্রিকেট বিশ্ব