ভারতের ঘরোয়া ৫০ ওভার ম্যাচের টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’তে ব্যাট হাতে ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পৃথ্বী শ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পুদুচেরির বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ১৫২ বলে ৩১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ২২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার পৃথ্বী শ।
ব্যাট হাতে এমন ইনিংসের কল্যাণে রেকর্ড বইয়ে নাম তুলেছেন পৃথ্বী শ। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২শ রানের ইনিংস খেললেন তিনি। তবে অধিনায়ক হিসেবে পৃথ্বী শ-এর এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
লিস্ট ‘এ’ ক্রিকেটে কোন অধিনায়কের এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এতে ৪৫ বছরের বেশি পুরনো রেকর্ড ভেঙ্গেছেন পৃথ্বী। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম পোলকের। ১৯৭৪ সালের অক্টোবরে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বোর্ডারের বিপক্ষে অপরাজিত ২২২ রান করেছিলেন পোলক।
নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে মুম্বাই সিনিয়র দলকে নেতৃত্ব দেন পৃথ্বী। ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এটি। ২০১৯ সালে কেরালার হয়ে গোয়ার বিপক্ষে সঞ্জু স্যামসনের করা অপরাজিত ২১২ রানকে পেছনে পেলেন পৃথ্বী।
ভারতের পক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ২৬৪ এখনও সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। এটি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রোহিতের। এরপর ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে শিখর ধাওয়ান করেছিলেন ২৪৮। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল-সেঞ্চুরি রয়েছে শচীন টেন্ডুলকার, বীরেন্দার শেবাগ, যশস্বী জয়সাওয়ালের।
পৃথ্বির ডাবল সেঞ্চুরির সঙ্গে সূর্যকুমার যাদবের ৫৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসে ৫০ ওভারে মুম্বাই তোলে ৪ উইকেটে ৪৫৭ রান। জবাবে ২২৪ রানে শেষ হয় পুডুচেরির ইনিংস। ফলে ২৩৩ রানে ম্যাচ জিতে মুম্বাই।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]