বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজর তৃতীয় টেস্ট। দিবা-রাত্রির এ ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনও হয়েছে। তবে সুস্থ হয়ে ওঠার পর বিশ্রামে থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে তিনটি রিং পড়ানো হয়েছে। ফলে সুস্থ হয়ে উঠলেন এখনো বিশ্রামে আছেন গাঙ্গুলি। বিশ্রামে থাকলেও গাঙ্গুলির মন পড়েছিল আহমেদবাদের স্টেডিয়ামে।
টুইটারে গাঙ্গুলি লিখেন, ‘আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এ স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট হতে চলেছে।'
‘গতবারের মতো (বাংলাদেশের বিপক্ষে কলকাতার টেস্ট) ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এ স্টেডিয়াম।’
বোর্ড সচিব জয় শাহকে অভিনন্দন জানিয়ে গাঙ্গুলি আরও একটি টুইট করেন। সেখানে তিনি লিখেন, ‘গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ববোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সবাইকে শুভেচ্ছা।’
এদিকে আহমেদবাদে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রিকেট স্টেডিয়ামটি তৈরির সময় ‘মোতেরা স্টেডিয়াম’ এর নতুন নামকরণ করা হয়েছে। নতুন করে নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এখন থেকে এ নতুন নামেই পরিচিত হয়ে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রিকেট স্টেডিয়ামটি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]