হান্ড্রেড ক্রিকেটের দল পাননি সাকিব-তামিমরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১
হান্ড্রেড ক্রিকেটের দল পাননি সাকিব-তামিমরা

দ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসান-তামিম ইকবালসহ বাংলাদেশি আট খেলোয়াড়ের নাম ছিল। তবে ড্রফট থেকে বাংলাদেশি কোন ক্রিকেটার দল পাননি।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন টুর্নামেন্ট- দ্য হান্ড্রেড ক্রিকেটের প্লেয়ার ড্রাফটে এক লাখ পাউন্ডের সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন সাকিব-তামিমসহ আরও ১০ খেলোয়াড়।

ড্রাফটের তালিকায় থাকা বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়রা হলেন- লিটন দাস, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

এ বছরের জুলাইয়ে শুরু হবে দ্য হানড্রেড ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। যা গত বছর শুরুর কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে প্রথম আসরটি সময়মত শুরু হতে পারেনি।

২০১৯ সালে টুর্নামেন্টের প্রথম ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। ড্রাফটে নাম থাকার পরও বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ই দল পাননি। দলগুলো আগের ড্রাফট থেকেই বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রেখেছে। পারস্পারিক আলোচনার ভিত্তিতে পারিশ্রমিক ২০ শতাংশ কমানো হয়েছে।

টুর্নামেন্টে অংশ নিবে মোট আটটি দল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হানড্রেড ক্রিকেটে বেথ মুনি

হানড্রেড ক্রিকেটে বেথ মুনি

লিজেন্ডসদের সিরিজে উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

লিজেন্ডসদের সিরিজে উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন টাইগার উডস

দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন টাইগার উডস

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন থারাঙ্গা