নিউজিল্যান্ড পৌঁছেছে তামিম-মুশফিকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১
নিউজিল্যান্ড পৌঁছেছে তামিম-মুশফিকরা

নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে তামিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানােনো হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ২০ সদস্যের ক্রিকেট দলের সঙ্গে রয়েছে আরও ১৫ সদস্যের কর্মকর্তা-কর্মচারী এবং কোচিং স্টাফ।

নিউজিল্যান্ড পৌঁছানোর পর বিশাল বহরের এ দল ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইন পালন করবে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করার সুযোগ পাবে।

২০ মাচ থেকে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক) , মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন থারাঙ্গা

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ