আইপিএলের ১৪তম আসর খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। একই আসরে দল পাওয়া মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, চাইলে তিনিও ছুটি নিতে পারে। তবে মোস্তাফিজ সে দিকে যাচ্ছেন না। মোস্তাফিজ জানিয়েছেন, যদি শ্রীলঙ্কা টেস্টে তাকে দলে রাখা হয় তাহলে আইপিএল খেলবেন না। সবার আগে দেশের হয়ে খেলা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে রওয়ানা দেওয়ার আগে বিসিবিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজ বলেন, ‘যদি টেস্টে (শ্রীলঙ্কা সফর) আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে..., বিসিবি যেটা বলবে আমি সেটা করবো। বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নাই।’
জাতীয় দলের খেলা থাকলেও সাকিব আল হাসান আইপিএলের জন্য ছুটি চেয়েছেন। বিষয়টি নিয়ে ক্রিকেট মহল ছাড়াও বিসিবিও মন খারাপ করেছে। তবে মোস্তাফিজের কাছে সবার আগে দেশের খেলা।
তিনি বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা, ফাস্ট। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলবো। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। আমি বিসিবিকে বলবো, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশ প্রেম আগে।’
সাকিবের ছুটির বিষয়ে বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শুধু সাকিব নন, কাউকে জোর করে জাতীয় দলে খেলানো হবে না। মোস্তাফিজও যদি জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে চায় তাহলে তাকেও চিঠি দিতে বলা হয়েছে।
এদিকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার আগে মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়। ‘দেশের খেলা আগে’ এমন সিদ্ধান্তের পেছনে কোন চাপ রয়েছে কি-না। মোস্তাফিজ জানান, ‘না এ বিষয়ে কোন চাপ নেই।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]