ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ইতিমধ্যে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। আইপিএলের ১৪তম আসরে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। তবে তিনি এখনো ছুটি চেয়ে আবেদন করেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে, ছুটির প্রয়োজন হলে মোস্তাফিজকেও চিঠি দিতে বলা হয়েছে।
সাংবাদিকদের কাছে নাজমুল হাসান পাপন বলেন, মোস্তাফিজ আজকে (সোমবার) এসেছিল আমার কাছে দেখা করতে। আইপিএলের ব্যাপারে সে যাবে কি-না জানতে চায়। আমি বলেছি, দেখো এখানে আমার কিছুই বলার নাই। তুমি যদি খেলতে না চাও বা ওইখানে যেতে চাও তাহলে আমাদের একটা চিঠি দিও। তখন আমরা তোমাকে আটকাবো না।
বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়াবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)। তার আগে বিসিবি প্রধানের সাথে দলের সিরিয়র ক্রিকেটাররা কথা বলেছেন। এছাড়া নতুন স্পন্সর প্রতিষ্ঠানের লোগোসহ জার্সি পরে ফটোশেসনের জন্য দলে বাকি ক্রিকেটাররাও বিসিবিতে উপস্থিত ছিলেন। তারই ফাঁকে বিসিবি সভাপতির সাথে দেখা করে মোস্তাফিজ।
সংবাদ সম্মেলনে বিসিবি বস আরও বলেন, ‘শুধু সাকিব আল হাসান বা মোস্তাফিজ নয়, যেকোন খেলোয়াড়কে আর জোর করে জাতীয় দলে খেলানো হবে না।’ বিসিবির নতুন চুক্তিতেও এ বিষয়গুলো এখন যুক্ত করা হচ্ছে।
পাপন বলেন, ‘সবার জন্যই এ বার্তা। একদম পরিষ্কার যে, এটা ব্যক্তিগত কারও জন্য না। সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্য। এবং এখন এটা কাগজে-কলমে লিখিতভাবে নিয়ে নিচ্ছি।’
সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে মোস্তাফিজকে ১ কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। একই নিলাম থেকে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]