বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

ফাইল ফটো

বছরের শেষ ভাগে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে চোখ রেখে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী অস্ট্রেলিয়া। মূলত এ সিরিজে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে তারা, যাতে বিশ্বকাপে সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া যায়।

বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা ছাড়াও স্বাগতিক নিউজিল্যান্ডের আরও একটি লক্ষ্য রয়েছে। তা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীক সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ জয়। ক্রাইস্টচার্চে সোমবার দুপুর ১২টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি কিউইরা। ফলে ঘরের মাঠে সিরিজ জয়ের বন্ধ্যাত্ব এবার ঘোচাতে চায় নিউজিল্যান্ড।

এদিকে সিরিজে প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তারপরও অসিদের হালকাভাবে নিচ্ছেন না নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার এ দলটাও ভয়ঙ্কর। তাদের দলে হয়তো বেশ কিছু তারকা খেলোয়াড় নেই। তবুও তারা শক্তিশালী।’

প্রথম ম্যাচ নিয় অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমরা এখানে সিরিজ জিততে এসেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের রেকর্ড খুবই ভালো। আমরা রেকর্ডটি ধরে রাখতে চাই এবং আরও একবার সিরিজ জিততে চাই।’

এখন পর্যন্ত চারবার দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিনটিতেই জিতেছে অসিরা। বাকি একটি সিরিজ ড্র হয়েছে।

একবার দুই ম্যাচের সিরিজ খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ডও খুব ভালো নয়। ৯ বারের মোকাবেলায় মাত্র ১বার জিতেছে নিউজিল্যান্ড। ৭ বার জিতেছে অস্ট্রেলিয়া।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে