১৪ বছর পর আয়ারল্যান্ডে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১
১৪ বছর পর আয়ারল্যান্ডে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ ১৪ বছর পর আয়ারল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চলতি বছরের জুলাই মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে সফর করবে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০০৭ সালের জুনে এক ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করেছিল প্রোটিয়ারা।

সফরে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত দু’দল ৫ বার মুখোমুখি হলেও টি-টোয়েন্টিতে কখনো মুখোমুখি হয়নি তারা।

আয়ারল্যান্ড সফরের বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ বলেছেন, ‘সফরটি আয়োজন করায় আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানাতে চাই। এ সফরটিতে আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় রচিত হবে। কারণ, বিশ্ব ক্রিকেটে এগিয়ে যাওয়া দেশে আমরা ছয় ম্যাচের সফর করতে পারবো।’

১১, ১৩ ও ১৬ জুলাই মালাহিডে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৫ জুলাই। মালাহিডে হবে প্রথম টি-টোয়েন্টি এবং শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে স্টোরমন্টে।

এদিকে দক্ষিণ আফ্রিকা দলের মুখোমুখি হওয়ার আগে নেদারল্যান্ডসকে ৫০ ওভার ফর্মেটে তিন ম্যাচের সিরিজে আতিথেয়তা দেবে ক্রিকেট আয়ারল্যান্ড। ৪, ৭ ও ৯ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। স্টোরমন্টে ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ৬, ৮ ও ১১ আগস্ট। ব্রিডিতে ১৫, ১৭ ও ২০ আগস্ট হবে টি-টোয়েন্টি সিরিজ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফেব্রুয়ারিতে ঢাকা আসছে আয়ারল্যান্ড এইচপি দল

ফেব্রুয়ারিতে ঢাকা আসছে আয়ারল্যান্ড এইচপি দল

করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

দ.আফ্রিকা যাচ্ছে পাকিস্তান, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

দ.আফ্রিকা যাচ্ছে পাকিস্তান, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা