ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় জাতীয় দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের উপর চরমভাবে ক্ষেপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের পরিকল্পনায় অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে চলতে দেওয়া যাবে না।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ করলেও টেস্ট ফরম্যাটে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে হারের পর ঢাকায় দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ।
খেলা শেষে বিসিবি সভাপতি পাপন জানান, সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স খতিয়ে দেখবে বিসিবি। এমনকি ব্যক্তিগতভাবে শুধুমাত্র অধিনায়ক এবং কোচের সাথেই নয়, খেলোয়াড়দের সাথেও কথা বলবেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘আসলে কী হচ্ছে, আমি জানি না। আকরাম খান (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) জানেন না। আমি জিজ্ঞাসা করেছি পরিকল্পনা কী ছিল এবং আমরা আজ কিভাবে ব্যাটিং করব। কেউ জানে না, নির্বাচকরা কী বলেছিল তা আমি জানি না। কারণ আমরা সেখানে যেতে পারি না (জৈব-সুরক্ষার কারণে)। এই হলো অবস্থা। কী হয়েছে তা জানতে হবে। আমি বেশি কিছু জানি না। আমি যত তাড়াতাড়ি জানতে পারি আপনাদের জানাবো।’
তিনি আরও বলেন, ‘আমি স্বীকার করি, সমস্যা সর্বত্রই আছে। দু’টি টেস্ট সিরিজ দেখার পর, আমি বুঝতে পারছি, সমস্যা আছে।এখানে কী ঘটছে তা আমার আগে জানতে হবে। তাদের পরিকল্পনা কী ছিল? এই ব্যাপারগুলো আগে জানা দরকার। আমি দলের সাথে জড়িত হতে পারি নাই। একদিন জুম মিটিংয়ে পুরো টিমের সাথে কথা হয়েছিল, তবে তা যথেষ্ট ছিল না।’
মাত্র এক পেসার নিয়ে দুই টেস্ট খেলানোর সমালোচনা করেছেন পাপন। প্রথম টেস্টে মোস্তাফিজুর রহমান ও দ্বিতীয় টেস্টে আবু জায়েদ খেলেন। তিনি বলেন, ‘এক সময় এমন ছিল, আমরা শুধুমাত্র স্পিন নির্ভর দল ছিলাম। তবে এখন আমাদের কিছু ভালো পেসার রয়েছে। এমনকি স্কোয়াডেও পাঁচজন পেসার ছিল, তবে আমরা মাত্র একজন পেসার খেলিয়েছি।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]