বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের এটি দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড।

২০১৮ সালে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১১১ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের কাছে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা ক্যারিবীয়দের।

ওই ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ৩৬ দশমিক ৪ ওভারে ১১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ ৫৮ রানে ৭টি ও সাকিব ২৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন।

এদিকে ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ ও বাংলাদেশ ২৯৬ রানে করেছিল। প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ক্যারিবীয়রা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৪১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। রোববার বাকি ৭ উইকেটে ৭৬ রান যোগ করতে পারে ক্যারিবীয়রা।

এনক্রুমার বোনার ৮ ও জোমেল ওয়ারিকান ২ রান নিয়ে শুরু করেছিলেন। বোনার ৩৮, ওয়ারিকান ২, কাইল মায়ার্স ৬, জার্মেই ব্লাকউড ৯, জসুয়া ডা সিলভা ২০, আলজারি জোসেফ ৯, রাকিম কর্নওয়াল ১ রানে আউট হন। শ্যানন গ্যাব্রিয়েল ১ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের তাইজুল ইসলাম ৩৬ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া নাঈ ম ৩টি, জায়েদ ২টি ও মিরাজ ১টি উইকেট শিকার করেছেন।

এদিকে ২৩১ রান লক্ষ্য পাওয়া এ ম্যাচে জিতলে হলে বাংলাদেশকে ভাঙতে হবে নিজেদের রেকর্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ, ২০০৯ সালে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একশর বেশি রান তাড়ায় ওই একবারই জিতেছে বাংলাদেশ। ২০১৪ সালে টার্নিং উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে হারাতে হয়েছিল ৭ উইকেট।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুুদউল্লাহ-নাসিরের ৯ বছরের রাজত্বে লিটন-মিরাজের হানা

মাহমুুদউল্লাহ-নাসিরের ৯ বছরের রাজত্বে লিটন-মিরাজের হানা

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন রাজ্জাক-নাফীস

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন রাজ্জাক-নাফীস

সাকিবের পর নাম লেখালেন তাইজুল

সাকিবের পর নাম লেখালেন তাইজুল

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিকের হাফ-সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিকের হাফ-সেঞ্চুরি