খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন জাতীয় দলের সাবেক কিংবদন্তি স্পিনার আব্দুর রাজ্জাক। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ অবসরের ঘোষণা দেন তিনি। একই মঞ্চ থেকে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস।
স্পিনার আব্দুর রাজ্জাক বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। যার কারণে তিনি চাইলেও আর খেলা চালিয়ে যেতে পারতেন না। ফলে বাধ্য হয়েই খেলোয়াড়ি জীবন থেকে ইতি টানলেন তিনি।
অন্যদিকে সদ্য অবসর নেওয়া শাহরিয়ার নাফীস বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটিতে যোগ দেবেন বলে শোনা গেলেও বিষয়টি এখনো কেউ নিশ্চিতভাবে বলতে চাইছেন না। নাফীস নিজেও বিষয়টি নিয়ে আপাতত কথা বলতে চাইছেন না।
বিসিবির আয়োজিত বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন রাজ্জাক। ধরে আসা কণ্ঠে তিনি বলেন, ‘মিস করার কথা যদি বলেন… প্রথম শ্রেণির ক্যারিয়ারই জীবনের সবচেয়ে বিশেষ জিনিস। এটা আসলে ভুলার মতো না। প্রত্যেক ধাপে ধাপে মনে পড়বে… মিস করব না ঠিক, আসলে স্মরণীয় থাকবে।’
রাজ্জাক বলেন, ‘আশা করব আমার চেয়েও বেশি অভিজ্ঞ হয়ে কেউ খেলবে (প্রথম শ্রেণির ক্রিকেট), পারফর্ম করবে, জাতীয় দলে আসবে। এটা না হলে ক্রিকেটের জন্য ভালো কিছু হবে না। আশা করবো যেন ও রকম হয়।’
একই মঞ্চে ক্রিকেটকে বিদায় জানানো শাহরিয়ার নাফীস কৃতজ্ঞ স্বীকার করে তারর স্ত্রীর কাছে। ক্যারিয়ারের সু-সময় বা দুঃসময়েপাশে থাকার স্ত্রী ঈশিতা তাসনিমকে ধন্যবাদও জানান তিনি।
শাহরিয়ার নাফীস বলেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে সবচেয়ে বড় অবদান আমার স্ত্রীর। কারণ, আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলি। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর সাথে সাথে বিয়ে করেছিলাম। এরপর অনেক উত্থানপতন ছিল।’
অবসর পরবর্তী বিসিবি যুক্ত হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হতে চলেছি, ইনশাআল্লাহ। যোগ দেওয়ার পর কাজের পরিধি, কতটুকু করতে পারব বা পারব না সেটা তখন বুঝব। এখন এ ব্যাপারে মন্তব্য করার সঠিক সময় নয়।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]