জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান

ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে আবু ধাবিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হবে এ সিরিজ। এর মধ্য দিয়ে ১৫ মাস পর আবারও টেস্ট খেলতে নামছে আফগানিস্তান।

সম্প্রতি আরব আমিরাতে ভিসা জটিলতার কারণে ওমানে এ সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা বলেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভিসা জটিলতার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন ঝুঁকিতে পড়েছিল। তবে এসিবি কর্মকর্তারা সিরিজের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।

এসিবির বোর্ড কর্তা জানান, সিরিজ আয়োজনের জন্য যথা সময়ে তারা আরব আমিরাতের ভিসা পেতে সক্ষম হবেন। এর মাধ্যমে ১৫ মাসের বিরতি নিয়ে ফের টেস্ট খেলতে পারবে আফগানিস্তান। করোনা মহামারির সংক্রমণে সবধরনের ক্রিকেটিং কার্যক্রম স্তব্ধ হয়ে যাওয়ার আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলেছিল আফগানরা।

এসিবির মিডিয়া ম্যানেজার হিকমত হাসান বলেছেন, ‘আমরা ওমানে নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছি আবু ধাবিতে। আমরা আমাদের ভিসার মেয়াদ বাড়াতে চেয়েছিলাম এবং আশা করছি এক সপ্তাহের মধ্যে তা পেয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের এক মাসের করে ভিসা রয়েছে। তবে এর মেয়াদ শেষ হয়ে যাবে। যে কারণে আমরা বাড়তি মেয়াদের ভিসা সংগ্রহ করতে চেয়েছি। ক্রিকেট আবু ধাবি ও আমাদের কনস্যুলেট ভিসা ইস্যুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।’

দুই দলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২ মার্চ। আর ১০ মার্চ শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২০ মার্চ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

অভিষেকেই আফগান তরুণ গুরবাজের সেঞ্চুরি

অভিষেকেই আফগান তরুণ গুরবাজের সেঞ্চুরি

করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান