সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নিউজিল্যান্ড সফরে সাকিবকে না পাওয়ার বিষয়টি এখন চূড়ান্ত।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাকিব ছুটিতে আছে, সে নিউজিল্যান্ডে যাবে না।’
সাকিব আল হাসান এমনিতেই ইনজুরি রয়েছেন। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন থেকেই ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে শেষে চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ বাংলাদেশ ক্রিকেট দল।
আকরাম খান বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য সে (সাকিব) চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’
তবে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজে না থাকলেও পরের সিরিজগুলোতে তাকে নিয়মিত পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]