কোহলি-লাবুশেনকে নীচে নামিয়ে তিনে রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
কোহলি-লাবুশেনকে নীচে নামিয়ে তিনে রুট

ভারতের বিপক্ষে চলমান চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। বিরাট কোহলি ও মার্নাস লাবুশেনকে টপকে দুই ধাপ এগিয়ে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে ওঠে গেছেন রুট। আর এক ধাপ করে নীচে নেমে গেছেন লাবুশেন ও কোহলি।

চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৮ রানের ম্যাচ জয়ী ইনিংসের সুবাদে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন এ তারকা ব্যাটসম্যান। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ২২৭ রানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রুট। ভারতের মাটিতে এ জয়ের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার বিরল স্বপ্ন দেখছে ইংলিশরা। চলতি বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো আয়োজিত টেস্ট টুর্নামেন্টের এ ফাইনাল।
sportsmail24
এ ইনিংসের মাধ্যমে রুট টপকে গেছেন প্রতিপক্ষ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাংকিং তালিকায় ভালো অবস্থানে আছেন বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাকানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইল মায়ার্স ও পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী।

জো রুটের রেটিং পয়েন্ট ৮৮৩। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর এটিই তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট। উপমহাদেশে সর্বশেষ তিন টেস্টে তিনি সংগ্রহ করেছেন ৬৮৪ রান। ভারতের আগে শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলেছেন রুট। শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে যথাক্রমে ২২৮ ও ১৮৬ রান সংগ্রহ করেছিলেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাইে প্রথম ব্যাটসম্যান হাকিয়েছেন ডাবল সেঞ্চুরি। র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের চেয়ে ৩৬ পয়েন্ট এবং দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছেন রুট।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাগরিকা এবং একজন মমিনুলের বন্ধুত্ব

সাগরিকা এবং একজন মমিনুলের বন্ধুত্ব

লজ্জাজনক হারের পর কোহলির ‘হুমকি’

লজ্জাজনক হারের পর কোহলির ‘হুমকি’

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

ঢাকাতেও নিজেদের দায়িত্ব মানছেন মিরাজ

ঢাকাতেও নিজেদের দায়িত্ব মানছেন মিরাজ