আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথমবারের মতো পুরুষ ও নারী বিভাগে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভারতের ঋষভ পান্থ এবং দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। তারা দু’জনেই জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সব ফর্মেটের ক্রিকেটে পারফর্মেন্স বিবেচনায় প্রথমবারের মতো এই খেতাব প্রদানের উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০২১ সালের প্রথম মাস জানুয়ারির জন্য মাস সেরা নির্বাচিত হন ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পান্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে অসাধারণ পারফর্মেন্সের পুরস্কার হিসেবে তিনি এ সম্মান পেলেন।
এছাড়া অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে ৯৭ ও ব্রিসবেনে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভূমিকা রেখেছেন পান্থ।
এদিকে গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবে আইসিসি মাস সেরা নারী ক্রিকেটারের খেতাব জয় করেছেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট এবং টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট দখল করে দলীয় জয়ে ভূমিকা রেখেছিলেন ইসমাইল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]