আবু ধাবি টি-টেন লিগের চতুর্থ সংস্করণে আবারও ‘গেইল ঝড়’ দেখলো ক্রিকেট বিশ্ব। ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল আবারও জ্বলে উঠলেন ব্যাট হাতে। ৪১ বছর বয়সী গেইল ২২ বলে অপরাজিত ৮৪ রানের এক ‘দানবীয়’ ইনিংস উপহার দিয়েছেন। তার এমন ব্যাটিং ঝড়ে সহজেই জয় তুলে নিয়েছে টিম আবু ধাবি।
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করার কীর্তি রয়েছে ক্রিস গেইলের। টি-টেন সংস্করণটি এখনও আইসিসি স্বীকৃত না হলেও নতুন এ সংস্করণেরও হয়তো তিনিই প্রথম সেঞ্চুরি হাঁকাতে চেয়েছিলেন। লক্ষ্যটা ছোট হওয়ায় বল থাকলেও আর খেলতে পারেনি গেইল।
১০ ওভারে ৯৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে গেইল ঝড়ে দিশেহারা হয়ে পরেছিল মারাঠা আরাবিয়ান্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ দশমিক ৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম আবু ধাবি।
২২ বলে ৮৪ রানের ‘দানবীয়’ ইনিংসে ১২ বলেই অর্ধশত রান পূর্ণ করেন গেইল। যা টি-টেন ক্রিকেট ইতিহাসে দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড।
পল স্টার্লিংয়ের সাথে রান তাড়া করতে নেমেছিলেন গেইল। ১১ রান করে সাজঘরে ফিরেন পল স্টার্লিং। এরপর তিন নম্বরে নামা জো ক্লার্ক ৫ রান করে অপরাজিত ছিলেন। কারণ, বাকি রান তো এসেছে গেইরের ব্যাট থেকে। গেইল ঝড়ে নন স্ট্রাইকিং এন্ডে কার্যত দর্শক ছিলেন ক্লার্ক!
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]