করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ দেশের মাটিতে নবাগত আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরেছিল টাইগাররা। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েও ইনিংস ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ। তবে এখন অতীত ভুলে নতুন শুরু করতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক।
সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে বুধবার (৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে কথা বলেন টাইগারদের টেস্ট দলনেতা।
মমিনুল বলেন, ‘কাল (অতীত) আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক, মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না। কালকের (বুধবার) ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।’
বাংলোদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর করোনার জন্য আর মাঠের ক্রিকেটে ফেরা হয়নি। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে মাঠের ফেরাকে চ্যাঞ্জের সাথে নতুন করে শুরু করাটাও দেখছেন মমিনুল হক।
তিনি বলেন, ‘এক বছর পর ক্রিকেটে ফেরা, এটা সত্যি। আমার কাছে মনে হয়, এক বছর পর যেহেতু ফিরছি নতুন করে আরেকটা সুযোগ এসেছে, টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার বা নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের মতো টেস্ট ক্রিকেট বাংলাদেশের রেকর্ড ভালো নয়। এছাড়া আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এখনো কোন পয়েন্ট যোগ করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ফেবারিট হলেও হঠাৎ করে ঘুড়ে দাঁড়াতে ভালো খেলার বিকল্প কোন মন্ত্র নেই বলেও জানিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
মমিনুল হক বলেন, ‘দেখুন, ও রকম কোনো মন্ত্র নেই। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এ রকম কোনো মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। আগে যেটা বললাম, করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি। নতুন করে শুরু করবো, এটাই।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]