করোনাভাইরাস পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ক্রিকেটাররা। তারই ধারাবাহিতকায় এবার মাঠে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এপ্রিলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের পূর্ণাঙ্গ সময়-সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল ২৮ মার্চ (রোববার) ঢাকা এসে সে দিনই সিলেট চলে যাবে এবং সফররত দলের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সিরিজের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে পৌঁছার পর ২৯-৩০ ও ৩১ মার্চ তিনদিন কোয়ারাইন্টাইন পালন করবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের সদস্যরা। এরপর দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভরা অনুশীলন শুরু করবেন।
The Bangladesh Cricket Board announces the itinerary for South Africa Emerging Women’s Team’s Tour of Bangladesh 2021.... @BCBtigers @OfficialCSA pic.twitter.com/mN6p0SGGap
— Sportsmail24.com (@sportsmail24) February 1, 2021
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ এপ্রিল (রোববার)। তার আগে ১, ২ ও ৩ এপ্রিল মাঠের অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। ম্যাচ ডে ছাড়া মাঝের ফাঁকা দিনে অনুশীলনের সুযোগ রয়েছে।
এছাড়া সিরিজের শেষ ম্যাচের আগের দিন ১২ এপ্রিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের আবারও কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে। সিরিজ শেষে ১৪ এপ্রিল ঢাকায় ফিরে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
বিসিবির ওমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ জানিয়েছেন, সফরকারী দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং নারী দল কেলবে। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও খেলবে। এছাড়া নতুন কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ পাওয়া যাবে।
পূর্ণাঙ্গ সূচি
২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল
২৯,৩০ ও ৩১ কোয়ারেন্টাইন এবং ১, ২ ও ৩ এপ্রিল অনুশীলন।
সিরিজ
প্রথম ওয়ানডে : ৪ এপ্রিল, সিলেট
দ্বিতীয় ওয়ানডে :৬ এপ্রিল, সিলেট
তৃতীয় ওয়ানডে : ৮ এপ্রিল, সিলেট
চতুর্থ ওয়ানডে : ১১ এপ্রিল, সিলেট
পঞ্চম ওয়াডে : ১৩ এপ্রিল, সিলেট।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]