করোনা পরবর্তী ঘরোয়া আসরের পর আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছে বাংলাদেশ। দেশীয় খেলোয়াড়দের নিয়ে ঘরোয়া দুই টুর্নামেন্টের সাফল্য ধরা দিয়েছে আন্তর্জাতিক সিরিজে। দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ক্যারিবিয়ানদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার চোখ টেস্ট ক্রিকেটে।
ঘরোয়া দুই টুর্নামেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নেই টেস্ট সিরিজে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আগেই ঘোষিত টেস্টের প্রাথমিক দলেই জায়গা পাননি তিনি। মূলত সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভালো না করায় তাকে দলে বিবেচনায় রাখা হয়নি। তবে দলে জায়গা পেতে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই টি-টোয়েন্টি অধিনায়ক।
সমকালের কাছে একান্ত এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেট নিয়ে এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘আমি আমার চেষ্টা অব্যাহত রাখব। এ ব্যাপারে কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো উত্তর দিতে পারবেন। আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না।’
দেশের ক্রিকেট মহলে মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স সেভাবে মূল্যায়ন হয় না বলেও কথা রয়েছে। তবে এটি নিয়ে তার কোন আক্ষেপ নেই। তিনি বলেন, ‘আমি কখনও কোনো জিনিস নিয়ে আক্ষেপ করি না। কখনও কোনো জিনিসের জন্য জোরাজুরিও করি না। জানি না, এটা ভালো না খারাপ দিক।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘আমি শুধু এতটুকু বিশ্বাস করি, আমি আমার ক্রিকেটের প্রতি শতভাগ সৎ। সৎভাবে কষ্ট করি। সৎভাবে দলকে সার্ভিস দিই। সতীর্থদের সহযোগিতা করতে চেষ্টা করি। খুব সাধারণ জীবনযাপন করি। সাধারণ চিন্তা-ভাবনায় থাকি। ক্রিকেটেও তাই। এ জন্য ভাগ্যকে মেনে নিই।’
দেশের হয়ে এখন পর্যন্ত ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ৯৩ ইনিংসে ৩১ দশমিক ৭৭ গড়ে তার মোট রান ২৭৬৪। সর্বোচ্চ ১৪৬ রানের একটি ইনিংস-সহ ৪টি সেঞ্চুরি এবং ১৬ হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়া বল হাতে ৬৫ ইনিংসে মাহমুদউল্লাহর উইকেট শিকারের সংখ্যা ৪৩টি।
সর্বশেষ টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৮ বলে ২৫ রান এবং দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই ডাক মেরেছিলেন মাহমুদউল্লাহ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]