শুরুটা ভালো করতে চান রাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ৩০ জানুয়ারি ২০২১
শুরুটা ভালো করতে চান রাহী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে শুরুটা ভালো করতে চান বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। শুরুটা ভালো করতে পারলে সিরিজে ইতিবাচক ফল আসবে বলেও মনে করেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্টে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করতে শুরুটা ভালো করতে মুখিয়ে আছেন রাহী।

শুক্রবার (২৯ জানুয়ারি) দলের অনুশীলনের ফাঁকে রাহী বলেন, ‘আমরা পেসাররা যদি শুরুটা ভালো করতে পারি দলের শুরুটাও ভালো হবে বলে আমি মনে করি। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে পেসাররা যদি ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে ধসিয়ে দিতে পারে, তবে জয়ের বাকি কাজটা ব্যাটসম্যানরা করতে পারবেন।’

করোনা পরবর্তী ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরেছে বাংলাদেশ। এবার টেস্ট দিয়ে বড় ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল মমিনুল হকরা।

দীর্ঘ দিন টেস্ট খেলতে না পারায় এবার বড় ফরম্যাটে ম্যাচ খেলার অপেক্ষা রয়েছেন রাহী। বিরতির মাঝে কঠোর অনুশীলন করেছেন বলে জানান ডান-হাতি সুইং স্পেশালিস্ট। রাহি বলেন, ‘সর্বশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছি। গত ১১ মাস বড় ফরম্যাটে খেলা হয়নি আমাদের। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট হচ্ছে। টেস্ট খেলার জন্য অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম। তবে বিরতির মধ্যেও সিলেট স্টেডিয়ামে আমি, এবাদত হোসেন ও খালেদ আহমেদ একত্রে অনুশীলন চালিয়ে গেছি। আমাদের পরিকল্পনায় ছিল যখন ক্রিকেট শুরু হবে তখন যেন আমাদের সবকিছু ঠিক-ঠাক থাকে।’

এ জন্য সিলেট ডিভিশনকে ধন্যবাদও জানান রাহী। বলেন, ‘সিলেট স্টেডিয়ামে অনুশীলন করতে পারায় সিলেট ডিভিশনকে ধন্যবাদ জানাতে হবে আমাদের। সিলেট ডিভিশনে আমরা যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলি তখন আমাদের অনেক গুরুত্ব দেওয়া হয়।'

দীর্ঘদিন পর জাতীয় দলের সাথে লম্বা সময় অনুশীলন করতে পেরে খুশি রাহী। বোলিং কোচ ওটিস গিবসনের সাথে কাজ উপভোগ করছেন তিনি। বলেন, ‘অনেক দিন পর লম্বা সময় অনুশীলন করতেছি। সত্যি কথা বলতে ভালোই লাগছে। কারণ, অনেকদিন পর মাঠে এসেছি, অনেক সময় অনুশীলন করছি। আমাদের কাজে কোচও সহায়তা করছে। আমরা পেস বোলাররা সবকিছুই উপভোগ করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেই স্পিনেই কুপোকাত ক্যারিবিয়রা, রিশাদের ৫ উইকেট

সেই স্পিনেই কুপোকাত ক্যারিবিয়রা, রিশাদের ৫ উইকেট

সাকিব-মিরাজদের সামলাতে প্রস্তুত উইন্ডিজের ব্যাটিং ইউনিট

সাকিব-মিরাজদের সামলাতে প্রস্তুত উইন্ডিজের ব্যাটিং ইউনিট

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

মানসিক ও কৌশলগত উন্নতির পর প্রস্তুত রাব্বি

মানসিক ও কৌশলগত উন্নতির পর প্রস্তুত রাব্বি