মহম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই দু’জনের কথোপকথনের অডিও ক্লিপ হাতে নিল কলকাতা পুলিশ৷ ভারতীয় দলের ক্রিকেটার শামির বিরুদ্ধে আনা তার স্ত্রী হাসিনের অভিযোগ খতিয়ে দেখতে প্রমাণ জোগাড় করতে শুরু করেছে এই তদন্তে ভার হাতে নেওয়া পুলিশ কর্মকর্তারা৷
শুধু অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নয়, দুবাইয়ের এক হোটেলে এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশের তদন্তকারীরা৷ গত বৃহস্পতিবার স্ত্রী হাসিন জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ তদন্ত শুরু হয়েছে শামি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে৷
শামি ও তার পরিবারের ৪ জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়৷ কলকাতার জয়েন্ট পুলিশ কমিশনার ক্রাইম প্রবীণ ত্রিপাঠীর কাছে নিজের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন শামির স্ত্রী হাসিন জাহান৷ বৃহস্পতিবার সন্ধায় নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে তিনি৷
পরকীয়ার ও তার উপর শারাীরিক নির্যাতনের অভিযোগের পাশাপাশি পাক নারীর কাছ থেকে শামির টাকা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আনেন হাসিন৷ এ নিয়ে তার সঙ্গে শামির ফোনে যে কথোপকথন হয়েছিল তা ফোনে রেকর্ড করে রেখেছিলেন টিম ইন্ডিয়ার পেসারের স্ত্রী৷ যেখানে শামি পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে৷ তদন্তের স্বার্থে সেই অডিও টেপ এদিন হাতে নিল পুলিশ৷