দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনকে দলে ছিড়িয়ে চমক দিয়েছিল টি-টেনের পুনে ডেভিলস। এবার আরও একটি চমক দিল। আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসরে নাসির হোসেনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে পুনে ডেভিলস।
আবুধাবিতে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে পুনে ডেভিলস। দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকলেও বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনের নেতৃত্বে মাঠে নামছে তারা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকার গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া আটটায়।
পুনে ডেভিলসের এক অফিসিয়াল বার্তায় ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ কয়েকজন জনপ্রিয় ক্রিকেটার আছেন। দলটির আইকন ক্রিকেটার ডেভিড মালান।
নাসির ও মালান ছাড়াও দলটিতে রয়েছেন মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটনের মতো জনপ্রিয় ক্রিকেটাররা। এছাড়া নাসির ছাড়াও একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার, মনির হোসেন খান।
পুনে ডেভিলস স্কোয়াড
নাসির হোসেন (অধিনায়ক), ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।
Presenting the illustrious squad of, 'Pune Devils' ready to storm the Abu Dhabi T10 League 2️⃣0️⃣2️⃣1️⃣ with their debut@T10League #DevilsAreHere #PuneDevils #T10 #T10cricket #InAbuDhabi #Cricket pic.twitter.com/rMfUj023Ej
— Pune Devils (@pune_devils) January 27, 2021
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]