নতুন পুরস্কার চালু করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ এএম, ২৯ জানুয়ারি ২০২১
নতুন পুরস্কার চালু করলো আইসিসি

নতুন অ্যাওয়ার্ডের প্রবর্তন করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে অ্যাওয়ার্ড দিবে আইসিসি। আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে প্রতি মাসের সেরা ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে থাকবেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হবে শতকরা ৯০ ভাগ, ১০ ভাগ সমর্থকদের। প্রতি মাসেই মাঠের পারফরম্যান্স ভিত্তিতের তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইসিসি অ্যাওয়ার্ডের নমিনেশন কমিটি। সেই তিনজন থেকে ভোটিং সিস্টেমে নির্ধারণ হবে মাসের সেরা খেলোয়াড়।

জানুয়ারি মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মনোনিত হয়েছেন ভারতের ঋষভ পান্থ-রবিচন্দ্রন অশ্বিন-মোহাম্মদ সিরাজ-ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন। আরও মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ।

প্রথম মাসের সেরা নারী খেলোয়াড় হিসেবে মনোনিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান্নে ক্যাপ, নাদিন ডি ক্লার্ক ও পাকিস্তানের নিদা দার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন