বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় দলে না খেললেও আনুষ্ঠানিকভাবে খেলা ছাড়ার ঘোষণা দেওয়ার আগেই দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেলেন এ বাঁহাতি স্পিনার। এর ফলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে যুক্ত হলেন রাজ্জাক।
জাতীয় দলের বাইরে থাকা আব্দুর রাজ্জাক গত বছরও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালে। এছাড়া ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন এ বাঁহাতি স্পিনার।
এদিকে ফেব্রুয়ারির মধ্যে স্থানীয় সকল ক্রিকেটারকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে সভায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাকসিন প্রয়োগের পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর সবরকম চেষ্টা করবে বিসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]