আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৭ জানুয়ারি ২০২১
আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের কারণে পিছিয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চলতি বছরের ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। তবে তা আট দিন পিছিয়ে ১৮ জুন ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট টেবিলে জয়ের শতকরা হারে এগিয়ে থাকা সেরা দু’দল ফাইনাল খেলবে। নতুন তারিখ অনুযায়ী ১৮ থেকে ২২ জুন ফাইনালের তারিখ নির্ধারণ হয়েছে। ২৩ জুন রিজার্ভ-ডে রাখা হয়েছে।

আইপিএলের ফাইনালের সূচির কথা বিবেচনা করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল পেছানো হলো। যদিও আইপিএলের সূচি এখনো চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে একটি সূত্র বলছে, ১০ জুন আইপিএলের ফাইনাল আয়োজনের পরিকল্পনা বিসিসিআইর।

করোনার কারণে অনেকগুলো সিরিজ ভেস্তে যাওয়ায় পয়েন্টের পরিবর্তে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। সে ক্ষেত্রে ৭১ দশমিক ৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের পয়েন্ট ৪৩০। দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের জয়ের শতকরা হার ৭০ শতাংশ ও পয়েন্ট ৪২০। অস্ট্রেলিয়ার ৬৯ দশমিক ২ শতাংশ ও ইংল্যান্ডের ৬৮ দশমিক ৭ শতাংশ। অসিদের পয়েন্ট ৩৩২ ও ইংলিশদের ৪১২।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, চলবে টানা দুই বছর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, চলবে টানা দুই বছর