তৃতীয় ম্যাচেও উইন্ডিজের টস জয়, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ এএম, ২৬ জানুয়ারি ২০২১
তৃতীয় ম্যাচেও উইন্ডিজের টস জয়, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচেও টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত থেকে সরে গেছে ক্যারিবীয়রা। সিরিজের শেষ ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ।

সিরিজের প্রথম দুই ম্যাচে আগে বোলিং করলেও এবার প্রথমে ব্যাট করছে বাংলদেশ। এছাড়া পূর্বের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে খেলা পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদকে বসিয়ে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ।

ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করলেও হারের স্বাদ নিতে রাজি নন তামিম ইকবাল। মূলত সে কারণেই দলে কোন পরীক্ষা চালাতে রাজি হননি।

এ ম্যাচে জয় পেলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে প্রথম ও শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটয়াশ করেছিল বাংলাদেশ। এরপর আরও তিনবার সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ।

দুর্দান্ত পারফরমেন্সে ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’টি ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতে টাইগাররা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। এই নিয়ে পঞ্চমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। আইসিসি নিষেধাজ্ঞা শেষ করে মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচেই ৮ রানে ৪ উইকেট নেন বাঁ-হাতি এ স্পিনার। আর দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ২৫ রানে ৪ উইকেট নেন তিনি।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের

ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের

সাকিব-মিরাজদের জন্য দীর্ঘ মেয়াদী কোচ খুঁজছে বিসিবি

সাকিব-মিরাজদের জন্য দীর্ঘ মেয়াদী কোচ খুঁজছে বিসিবি

নাম ভুলে যাওয়া ব্যাটিং কোচের সাথে সাকিবের দুষ্টুমি

নাম ভুলে যাওয়া ব্যাটিং কোচের সাথে সাকিবের দুষ্টুমি

বাংলাদেশে না এলেও টি-টেন খেলবেন পোলার্ড

বাংলাদেশে না এলেও টি-টেন খেলবেন পোলার্ড